ফাতিমা আক্তার মিম: আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, কোনো স্বৈরাচার সরকার গঠনের সুযোগ থাকবে না। তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

                                    




