Friday, December 5, 2025

চৌগাছায় শাশুড়ির উপর বৌমার হামলা

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছেলের স্ত্রী ও তার স্বজনরা। আহত অবস্থায় মোছাম্মৎ সালেহা খাতুন (৬০) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চৌগাছা উপজেলার পলোয়া গ্রামে ছেলের বউ কেয়া খাতুনের (৪০) সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয় সালেহা খাতুনের। একপর্যায়ে কেয়া ও তার ভাই মিজান (৩৫), মকবুল (৬০) ও আবু কালাম (৫০) ঘটনাস্থলে এসে সালেহা খাতুনকে মারধর করে আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর