Friday, December 5, 2025

নিয়মরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা পাঁচ ম্যাচে হেরে সবার আগেই বিদায় নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নামছে তারা নিয়মরক্ষার তাগিদে। আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ-ভারতের দ্বৈরথ সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। শক্তির দিক থেকে অবশ্যই এগিয়ে হারমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত, যারা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাদের জন্য বড় অনুপ্রেরণা। তিনি বলেন, একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসতো। কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম, সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে। তাদের পরিবারও এখন মেয়েদের ক্রিকেটে আগ্রহী। বাংলাদেশের মানুষ বিশ্বকাপ দেখছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বড় দলের বিপক্ষে লড়াই করতে এসবই শক্তি জোগাচ্ছে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের কয়েকজন ব্যাটার অর্ধশতক করেছেন। যদিও ধারাবাহিকতার অভাবেই কিছু ম্যাচে হার দেখতে হয়েছে দলকে। ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েও সন্তুষ্ট সোবহানা বলেন, ২০২২ সালের বিশ্বকাপটা ছিল আমাদের প্রথম। তখন ব্যাটিং বিভাগে আমরা অনেক দুর্বল ছিলাম, মাত্র একটি হাফসেঞ্চুরি পেয়েছিলাম— সেটা পিংকি (ফারজানা হক) আপুর। কিন্তু এবার দেখুন, ৬-৭টা হাফসেঞ্চুরি হয়েছে। এটা অবশ্যই উন্নতির ইঙ্গিত। কারণ হাফসেঞ্চুরি করা সহজ কাজ নয়।

অনলাইন ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর