Friday, December 5, 2025

বনবিভাগের অভিযানে ৫০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের বনপ্রহরিদের অভিযানে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সুন্দরবনের কালাবগি খাল এলাকায় টহলরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন দাকোপ উপজেলার কালাবগি এলাকার আ. মজিদ গাজির ছেলে ইয়াসিন গাজি (৪৫) এবং একই এলাকার মৃত হাসান সানার ছেলে মাসুদ সানা (৩৮)।

কালাবগি স্টেশন কর্মকর্তা মো. আ. ছালাম জানান, টহলের সময় সন্দেহভাজন নৌকাটিকে থামিয়ে পাশ পারমিট চাইলে তারা তা দেখাতে পারেননি। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস পাওয়া যায়।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে বন আইনে মামলা (পিওআর মামলা) দায়ের করা হয়েছে এবং কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর