Friday, December 5, 2025

যশোরের কেশবপুরে অসুস্থ বিএনপি নেতা–কর্মীদের খোঁজখবর নিলেন রেহেনা আজাদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে অসুস্থ বিএনপি নেতা–কর্মীদের খোঁজখবর নেওয়া এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। শনিবার সকালে তিনি উপজেলার ১১নং হাসানপুর ও ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বেশ কয়েকজন অসুস্থ নেতা–কর্মীর বাড়িতে যান। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার পরামর্শ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পরে তিনি সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা বিএনপি নেতা–কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। রেহেনা আজাদ বলেন, দল সবসময় সুখে-দুঃখে আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর