যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত কুমার মল্লিকের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি উত্তম মল্লিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার সরাপপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন জানান, সাংবাদিক সুশান্ত মল্লিক বাদী হয়ে ছয়জনকে আসামি করে কেশবপুর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে দুইজনকে আগেই গ্রেফতার করা হয়েছে, তিনজন বর্তমানে জামিনে রয়েছেন। পলাতক থাকা প্রধান আসামি উত্তম মল্লিককে বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সুশান্ত মল্লিক জানান, এই হামলা ছিল পরিকল্পিত এবং তার পেশাগত কাজের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে পেশাগত দায়িত্ব শেষে কেশবপুর থেকে নিজ গ্রাম সরাপপুরে কালীপূজা উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন সাংবাদিক সুশান্ত মল্লিক। পথে উত্তম কুমার, প্রদীপ কুমারসহ কয়েকজন তার গতিরোধ করে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেন।
আর কে-০২







