Friday, December 5, 2025

প্রাণনাশের হুমকি জোর পূর্বক জমি ও ঘের দখল,থানায় অভিযোগ-প্রশাসনের নীরবতা

নিজস্ব প্রতিবেদক- প্রাণনাশের হুমকি ও জোর পূর্বক জমি দখল নেওয়ার বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানায় অভিযোগ দিয়েও প্রশাসনের নীরবতায়,প্রেসক্লাব বসুন্দিয়া’য় সংবাদ সম্মেলন করেছেন,বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোকসেদ আলী খানের ভূক্তভোগী পরিবার।

যশোরের বাঘারপাড়া উপজেলার,বাসুয়াড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামের,জামাল হোসেন ও সেলিম খানের বিরুদ্ধে প্রাণনাশ,জমি ও ঘের দখলের হুমকির অভিযোগে ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন ও তার প্রতিবেশীরা এই সংবাদ সম্মেলন করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোকসেদ আলী খানের কন্যা সাবিনা ইয়াসমিন সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায়,প্রেসক্লাব বসুন্দিয়া’য় সংবাদ সম্মেলনে দীর্ঘদিন ধরে করা ষড়যন্ত্র ও ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ পাঠ করে শোনান।

অভিযোগে উল্লেখ করেন,একই গ্রামের জলিল সরদারের ছেলে জামাল সরদার,মরহুম মোকসেদ আলীর ১৩৪ শতাংশ জমি চুক্তিপত্রের মাধ্যমে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিল। দীর্ঘ বছর পর সকলের অজান্তেই একই গ্রামের সেলিম খানের জামাতা ফরিদুজ্জামানকে নতুন চুক্তিপত্রের মাধ্যমে জামাল সরদার ওই জমি চাষাবাদের জন্য হস্তান্তর করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। জটিলতা নিরসনে উভয়পক্ষ,গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে একাধিক বার সালিশি বৈঠক হয় । বৈঠকে বারবার মোকসেদ আলী খান এর সন্তানদের নিকট চুক্তিপত্র সহ জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়, কিন্তু জামাল সরদার ও সেলিম খান টালবাহানা ও কালক্ষেপণ করে পরিবেশ ঘোলাটে করে। একপর্যায়ে মোকসেদ আলী খানের কন্যা সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে জমি চাষাবাদ শুরু হয়।

জমি চাষাবাদ ও কেয়ারটেকার হিসাবে নিয়োজিত ইকরামুল কে আকস্মিকভাবে হামলা করে জামাল সরদার ও সেলিম খানের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী। এই ঘটনায় একরামুল মারাত্মকভাবে যখম হয় এবং রাত ১টার সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় একরামুল বাঘারপাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অপরদিকে ১৩৪ শতাংশ জমির উপর মাছের ঘের দখলে নেয়ার চেষ্টা এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করলে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে (১২ সেপ্টেম্বর ২০২৫ ইং) তারিখে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে উল্লেখ করেন।

১২-৯-২৫ ইং তারিখে দুপুর আনুমানিক একটার সময় মৎস্য ঘেরের পার্শ্ববর্তী একরামুলের বাড়িতে গেলে কিল-ঘুসি ও জুতা-স্যান্ডেল দিয়া আঘাত করে যখম করার ঘটনায় সাবিনা ইয়াসমিন বাদি হয়ে একই দিনে জামাল সরদারের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন প্রাণনাশের হুমকি ও জবর দখলের অপচেষ্টায় থানায় মামলা করার পরও কোন সুফল পাওয়া যাচ্ছে না। দিন দিন ভীতিকর পরিবেশ তৈরি করে চলেছে বিবাদীরা। পুলিশের নেই কোন ভূমিকা ।  এখন আমিও আমাদের পরিবারের সবাই অত্যন্ত ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছি। তিনি আরো বলেন সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণ সমাধানের আশা করছি ।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর