Friday, December 5, 2025

ইউপি সদস্যের বড়ী থেকে ১০০ কেজী গাঁজা উদ্ধার,গ্রেফতার-১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য,নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে,১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
এ সময় কাউছার (৩০) নামে এক গাঁজা বহনকারীকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে শশীদল ইউপি সদস্য নুরুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরুল ইসলামের বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার কাউছার শশীদল ইউনিয়ন উত্তর পাড়া এলাকার বাসিন্দা।

 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার শশীদল উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মেম্বার নুরুল ইসলামের বাড়ির আশেপাশে যাই। এ সময় পাশে একটি বাঁশঝাড় থেকে কাউসারসহ কিছু গাজা আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেখান থেকেই মেম্বারের বাড়ির ছাদে গিয়ে ছড়ানো ছিটানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কাউসার জানায় এসব গাঁজা ছাদে শুকানো হচ্ছিল।

তিনি আরও বলেন, অভিযানের সময় মেম্বার নুরুল ইসলাম ও তার ছেলে ডালিম পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে কি না সেগুলো খুঁজে দেখা হচ্ছে। অভিযানে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর