
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার শশীদল উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মেম্বার নুরুল ইসলামের বাড়ির আশেপাশে যাই। এ সময় পাশে একটি বাঁশঝাড় থেকে কাউসারসহ কিছু গাজা আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেখান থেকেই মেম্বারের বাড়ির ছাদে গিয়ে ছড়ানো ছিটানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কাউসার জানায় এসব গাঁজা ছাদে শুকানো হচ্ছিল।
তিনি আরও বলেন, অভিযানের সময় মেম্বার নুরুল ইসলাম ও তার ছেলে ডালিম পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে কি না সেগুলো খুঁজে দেখা হচ্ছে। অভিযানে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতদিন ডেস্ক/জয়-







