গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
রোববার (২০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধরা বলেন, ধর্ষণকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিকটিমের বিরুদ্ধে প্রেম-প্রণয়সহ নানা ট্যাগ দেওয়া হয়। এমনকি ধর্ষণের শিকার নারীর পোশাক-মতাদর্শ নিয়ে কথা বলে ধর্ষককে মুক্তি দেওয়ার চেষ্টা চলে।
তারা জানান, যে আশা আকাঙ্ক্ষা ও নারীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
একই সঙ্গে, বিচার না পেয়ে ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হয় সেই প্রশ্নও তোলেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা।
রাতদিন ডেস্ক/জয়-