নাজমুল হুদা, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাজস্ব খাতের আওতায় সাত দিনব্যাপী গরু মোটা তাজাকরণ ও পোশাক তৈরি বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের চতুর্থ তলায় পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের নিয়ে পৃথকভাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহি।
প্রশিক্ষণে ৩০ জন পুরুষ ও ৩০ জন নারীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সেলাই ইনস্ট্রাকটর ফাহিমা পারভিন প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদি পশু মোটা তাজাকরণের আধুনিক কৌশল এবং পোশাক তৈরির ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন বলে আয়োজকরা জানান।







