Friday, December 5, 2025

দাকোপে নদী থেকে বস্তাবন্দি একজনের লাশ উদ্ধার

দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলাধীন,বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামের চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৭(অক্টোবর) দুপুরে বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। ‎স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আশীষ সরকার(৬২) চুনকুড়ি গ্রামের বাশিন্দা। তিনি তার বাড়িতে চা-পান দোকানের ব্যবসা করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে ওই গ্রামে অনেক সাদামাটা ভাবে জীবন যাপন করতেন। গ্রামবাসীরা আরও বলেন  ব্যক্তিগত ভাবে আমরা যতটুকু জানি হত্যাকাণ্ডের শিকার আশীষ সরকার একজন নিরীহ প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন। তারা নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।  এ‎ঘটনায় দাকোপ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, স্থানীয় সুত্রে নদীতে লাশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করি এবং স্থানীয়দের সহায়তায় উক্ত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর