Friday, December 5, 2025

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে আহত

যশোরের বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দারাজহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে একই গ্রামের এক্কোবার মোল্লা (৬০),  মোজাফফর (৫০), সাহারুল (৩০) ও সাইফুল ইসলাম (২৮) সহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দারাজহাট এলাকায় জসিমের ওপর হামলা চালায়। তারা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর