Friday, December 5, 2025

সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ইবি শিক্ষার্থীদের অবরোধ

খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সড়ক সংস্কার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী মৃত্যুঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে। এর আগে কয়েক দফায় আমরা মিটিং মিটিং খেলা দেখেছি। আর নয়, এবার আমরা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চাই।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সুতরাং কোনোরকম টালবাহানা না করে দ্রুত এই সড়ক সংস্কার করা হোক। আমরা কোনোরূপ ভোগান্তি মেনে নেব না।আন্দোলনকারী শিক্ষার্থী মোবাশ্বির আমিন বলেন, কুষ্টিয়া ঝিনাইদহের প্রশাসন এই সড়কে কখনো আসে না।তাই তারা ভোগান্তি দেখে না। তারা শুধু এসির নিচে বসে হাওয়া খায়। জনগণের পাশে থাকে না। তারা শুধু আশ্বাস দিয়ে বসে থাকে কিন্তু কোনো কাজ করে না। তারা সংস্কারের নামে রাস্তায় শুধু ইট বসিয়েছে। এতে সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত এই সড়কের সংস্কার চাই। কোনো টালবাহানা দেখতে চাই না।
 

এদিকে, দীর্ঘসময় সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়ে দূরদূরান্তের গাড়ি ও যাত্রীরা। গাড়ি চালকরা বলেন, এরকম হুটহাট রাস্তা আটকে দেওয়ায় আমরা ভোগান্তিতে পড়ি। দূরদূরান্তের গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও চাই, এই সড়ক সংস্কার করা হোক। কিন্তু এই অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা গাড়ি নিয়ে এই সড়কে আসতাম না। ফলে আমাদের ভোগান্তি হতো না।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত উভয় সড়কের অধিকাংশই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন। এই সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর