বাড়ীর উঠানে খেলা করছিল ১৫ মাস বয়সের আরফাত , চোখের আড়াল হয়েছে মাত্র পাচ সাত মিনিট, মায়ের কান্নাজড়ানো কন্ঠে এটাই বলছিলেন। কোথাও খুজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে তাকিয়ে দেখি আরাফাত পনিতে ভাসছে। চিৎকার দিয়ে মা নিজইে পুকুরে ঝাপ দিয়ে শিশু আরাফাত কে ডাঙ্গায় তোলে। ততক্ষণে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশিরা এসে আরাফাতের পেট চেপে পানি বের করার চেষ্টা করেউ কোন সাড়া না পেয়ে দ্রত অভয়নগর উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত বলে ঘোষনা করেন।
ঘটনাটি ঘটেছে,(১৪ অক্টোবর) মঙ্গলবার বিকেলে, যশোরের অভয়নগর উপজেলার,প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামে। নিহত শিশু আরফাত ঐ গ্রামের মহেদী দফাদারের ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাতদিন সংবাদ,জয়-







