Friday, December 5, 2025

সুন্দরবনে ৪৮ কেজি হরিণের মাংস,২টি নৌকা ও হরিণ ধরার ফাঁদসহ শিকারি আটক

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার রেঞ্জের শাকবাড়িয়া নদী এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংস,২টি নৌকা ও হরিণ ধরার ফাঁদসহ মোঃ দিদারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এসময় ১১৫ কেজি মাছ ও ২টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।

সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে,কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা,নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ এ শিকারিকে আটক করে। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা  নাসির উদ্দীন বলেন, আমাদের নিয়মিত অভিযান চলাকালীন সময়ে শাকবাড়িয়া নদী এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ১১৫ কেজি মাছ ও ২টি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ১নং কয়রা গ্রামের হাবিবুর সরদারের ছেলে মনিরুল সরদার পালিয়ে গেছে। এবিষয়ে বন আইনে মামলা দায়ের এবং জব্দকৃত মাছ ও হরিণের মাংসো আদালতের মাধ্যমে মাটিতে বিনষ্ট করা হয়েছে।

রাতদিন-অনলাইন ডেস্ক-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর