Wednesday, October 15, 2025

যশোরে প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

যশোর জেনারেল হাসপাতাল এলাকার প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাইদের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝিকরগাছা উপজেলার এক নারী তার মেয়েকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ ও তার সহযোগী হিরা বেগমের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর ঝিকরগাছার এক নারী তার মেয়েকে ধর্ষণের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, আসামি হিরা বেগম ও বাদী একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী হওয়ার সূত্রে তাদের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

গত ১০ সেপ্টেম্বর হিরা বেগম ওই স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে তার বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে একই রাতের সাতটার পর প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাইদ ওই বাসায় যান এবং ছাত্রীটিকে ধর্ষণ করেন।

বাদী আরও অভিযোগ করেন, পরবর্তী দিনগুলোতে (১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আবু সাইদ একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেন। হিরা বেগম এসব ঘটনায় সহযোগিতা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর শুধু ওই স্কুলছাত্রী নয়, একে একে মুখ খুলতে শুরু করেছেন আরও অনেক ভুক্তভোগী নারী। অভিযোগ উঠেছে, আবু সাইদ দীর্ঘদিন ধরে নানান কৌশলে তার ক্লিনিকে আসা রোগীদের শ্লীলতাহানি করে চলেছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, তার সিন্ডিকেটের সদস্যরা গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে বিভিন্ন স্ত্রী ও গাইনী রোগীদের প্রিন্স ডায়াগনস্টিকে নিয়ে যেতেন। পরবর্তীতে নানা কৌশলে এসব নারীকে প্রলোভন, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানির শিকার করতেন প্রতিষ্ঠানটির মালিক আবু সাইদ।

এ ঘটনার পর যশোর জেনারেল হাসপাতাল এলাকা ও আশপাশে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ‘দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেত না। এবার প্রশাসনের উচিত পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা।’

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর