Wednesday, October 15, 2025

রবিউল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা

যশোর সদর উপজেলার ডাকাতিয়ায় চঞ্চল গাজী হত্যা মামলার আসামি রবিউল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। রবিউল ইসলামের স্ত্রী চুমকি বেগম সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, নুরপুর গ্রামের আনোয়ারের দুই ছেলে ইসলাম ও জাকির, সিদ্দিকের ছেলে কাদের, টিটোর ছেলে তারেক, কুবাদ আলীর ছেলে আক্তার , ইসরাফিলের ছেলে সোহাগ এবং একই এলাকার নাসিম ।

মামলার এজাহারে চুমকি বেগম উল্লেখ করেন, মাস দুয়েক আগে এলাকার মধু গাজীর ছেলে চঞ্চলের একটি ইজিবাইক চুরি হয়েছিল। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর চঞ্চলসহ আরও অনেকের সঙ্গে তাঁর স্বামী রবিউল ও দেবরের মারামারি হয়। এই মারামারিতে চঞ্চল নিহত হন এবং তাঁর স্বামী, দেবর ও ছেলে মারাত্মকভাবে আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

চুমকি বেগম আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে ৯ অক্টোবর রাত ৮টার দিকে উল্লিখিত আসামিরা তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। ঘরে ঢুকে ওয়ারড্রোব থেকে নগদ তিন লাখ টাকা, সাত ভরি সোনার গহনা, গোয়ালঘর থেকে দুটি বিদেশি গরু, ৬টি ছাগল, ১৮ মণ চাল, একটি মোবাইল ফোন সেট ও একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। যার মোট মূল্য ২১ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া, হামলাকারীরা বাড়িঘরে আগুন জ্বালিয়ে, দরজা-জানালা ভেঙে এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি করে। তারা তার ভাসুরের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর