আজম খাঁন,বাঘারপাড়াঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের পক্ষে বাঘারপাড়ার রায়পুর বাজারে গণসংযোগ সংগঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ক্রেতা-বিক্রেতা, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন, “জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার ও মৌলিক অধিকার পায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।” গণসংযোগে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন জানান এবং আগামীর বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি আস্থা ব্যক্ত করেন।
রাতদিন ডেস্ক/জয়-







