বিশেষ প্রতিনিধি- যশোরের অভয়নগরে ২৫ পিস ইয়াবাসহ আকবার আলী মোল্যা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন,যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বর্ণি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকবার আলী বর্ণি পূর্বপাড়া এলাকার ওমর আলী’র ছেলে। যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বর্ণি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আকবার আলী মোল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
রাতদিন ডেস্ক/জয়-







