নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন মো. নুর ইসলাম। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের জন্য স্বপ্নের নড়াইল-২ আসনকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে সবাইকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লায়ন নুর ইসলাম বলেন, আমি উন্নয়নকে বিশ্বাস করি। নির্বাচিত হতে পারলে শত বাধা-বিপত্তি অতিক্রম করে নড়াইল-২ আসনকে ডিজিটালাইজেশনের মডেল হিসেবে গড়ে তুলব। নড়াইলের প্রতিটি বাড়িতে পাইপলাইন গ্যাস সরবরাহ থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণে কাজ করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপড়ে ফেলা হবে। যারা নড়াইল-২ আসনের মানুষের কল্যাণে এগিয়ে আসবে, তাদের জনগণ সম্মান ও শ্রদ্ধা জানাবে।
লায়ন নুর ইসলাম জানান, তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং সভাপতি ভিপি নূরের সুদৃষ্টিতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল-২ আসনের জনগণের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের কথা বলব।
উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লায়ন মো. নুর ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে ১৪ দলীয় শরিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আর কে-০৬







