সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ:নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ সজিব মুসল্লীকে বেধড়ক মারপিট করেছে একদল দুর্বৃত্ত। আহত সজিবকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মারমল্লিকপুর গ্রামের মুজিবর মুসল্লীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শনিবার ভোর ৪ টার দিকে বাড়ির পাশে নিজ গরুর খামারে যাচ্ছিল। পথিমধ্যে পুর্বথেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত সজিবের ওপর লাঠি,হাতুড়ী ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে । এসময় সজিবের আতœচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ছাত্রলীগনেতা সজিবকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হাসান বলেন,সজিব মুসল্লী লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তার জনপ্রিয়তায় ঈর্শম্বীত হয়ে একদল দুর্বৃত্ত তাকে অন্যায়ভাবে মারপিট করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

আরো পড়ুন






