Friday, December 5, 2025

আর এন রোড ক্রীড়া চক্রের নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতেই ব্যাপক সাড়া

জুম্মান হোসেন

যশোর শহরের আর এন রোডের নতুন বাজার মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ।  বৃহস্পতিবার বিকেলে  ২য় বারের মত আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। আর এন রোড ক্রীড়া চক্রের আয়োজনে এবং সুনামধন্য প্রতিষ্ঠান রিপন অটো’র সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি নিজে ব্যাট হাতে খেলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, যুব সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তিনি এই আয়োজনকে সাধুবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেনসৈয়দ ইকবাল হোসেন রুজু, এজাজ উদ্দিন টিপু, জিয়াউর রহমান বিপ্লব,  যশোরের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় যশোর শহর ও আশপাশের এলাকার বিভিন্ন জুনিয়র ক্রিকেট দল অংশ নিচ্ছে। দিনব্যাপী এ ক্রিকেট আসরকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া পড়ে। নতুন বাজার মাঠজুড়ে দর্শক, ক্রীড়াপ্রেমী ও তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়, আয়োজক ও দর্শক—সবার অংশগ্রহণে মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া মিলনমেলায়।

উল্লেখ্য, এ নাইট টুর্নামেন্টে দুইটি গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’তে রয়েছে সুপারম্যান, সুপার হিরোস, সুপাক কিংস ও রাইজিং স্টার। এছাড় ‘বি’ গ্রুপে রয়েছেবেস্ট ফাইটার, স্পাইডারম্যান, নাইট রাইডার্স ও গ্রেট হান্টার। ৫ অক্টোবর পর্যন্ত চলবে প্রথম রাউন্ড। এরপর ২য় রাউন্ডের খেলা শুরু হবে।

জুম্মান হোসেন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর