Friday, December 5, 2025

কেশবপুর প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়ার মতবিনিময়

কেশবপুর প্রতিনিধি: ১ অক্টোবর সন্ধ্যায় কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাংবাদিক আইয়ুব ভুইয়া। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাসসের সাবেক সাধারণ সম্পাদক ও ইকোনমিক ফোরামের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংযুক্ত সাংবাদিক, কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এস এম রাশেদুল ইসলাম; বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফোরামের সদস্য সচিব রেজা আলিম; যশোর জেলা পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ মাওলানা মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন, রুহুল কুদ্দুস, নির্বাহী সদস্য মতিয়ার রহমান, মাসুম বিল্লাহ, নূরুল ইসলাম খান, রমেশ দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।

প্রধান অতিথি আইয়ুব ভুইয়া তার বক্তব্যে জানান— জাতীয় প্রেস ক্লাব শিগগিরই সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা প্রেস ক্লাবকে সংযুক্ত করার উদ্যোগ নিচ্ছে। প্রথমে বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের পদাধিকার সদস্য হবেন এবং তাদের ভোটাধিকার থাকবে। তিনি বলেন, “এই উদ্যোগ সাংবাদিকদের ঐক্যকে শক্তিশালী করবে, তবে কোনোভাবেই বিভক্তি সৃষ্টি হওয়া উচিত নয়। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর