Friday, December 5, 2025

গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুকুন্দ মুরারীর মৃত্যুবার্ষিকী আজ

রনি হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রয়াত মুকুন্দ মুরারীর নেতৃত্বে কিছু শিক্ষানুরাগীর শ্রম ও মেধায় গড়ে ওঠে। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুকুন্দ মুরারী কুন্ডুর দশম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের কুন্ডু পরিবারে জন্মগ্রহণ করেন।

মুকুন্দ মুরারীর স্বপ্ন ছিল গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা।

১৯৬৫ সালের আগে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামটি নিরক্ষরে ঢাকা ছিল। এ অঞ্চলকে জাগানোর উদ্দেশ্যে মুকুন্দ মুরারী কিছু শিক্ষানুরাগী ব্যক্তিকে নিয়ে এগিয়ে আসেন। তার নেতৃত্বে ও সবার শ্রম-মেধায় খেজুরবনের ভিতর মাত্র ৩৫ জন ছাত্রছাত্রী ও ৮ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয় বিদ্যালয়ের। দু’চালা বিশিষ্ট একটি পাটখড়ির বেড়া ও ছাউনি দিয়েই গড়ে ওঠে বিদ্যালয়টি।বিদ্যালয়ের অতিরিক্ত জমি থেকে কিছু জমি সংগ্রহ করে গড়ভাঙ্গা জুনিয়র বিদ্যালয় নামে চালু করা হয়। বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও সম্পদ বৃদ্ধির জন্য ৫৫০টি মেহগনি গাছ রোপণ করা হয়। একটি দীঘি খনন এবং ৪টি দোকানঘর নির্মাণ করে প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করা হয়, যা এখনও দৃশ্যমান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫০-২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

মহান এই ব্যক্তিটি ২০১৫ সালের ২ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সংলগ্নে তার অঙ্গুলি সমাধি করে রাখা হয়েছে।

আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর