শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার বাবুঘাট পাড়ায় দিনের বেলায় এক শিক্ষক দম্পতির বাসায় চুরি হয়েছে। চোরেরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে।
মাস্টার রফিকুল ইসলাম ও স্ত্রী আছমা খাতুন দুজনেই শিক্ষকতা করেন। তারা জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো বাসার প্রধান গেট ও ঘরের দরজায় তালা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যান। পরে ছুটি শেষে বাড়ি ফিরে এসে তারা দেখতে পান প্রধান গেটের তালা ভাঙা এবং ঘরের দরজার তালা কাটা। ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।







