Friday, December 5, 2025

যশোরে টিআরসি’র তিন দিনব্যাপী মেথড অ্যাক্টিং ওয়ার্কশপ সম্পন্ন

নাট্য গবেষণা কেন্দ্র (টিআরসি)-এর আয়োজনে যশোরের চারুপীঠ আর্ট গ্যালারিতে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেথড অ্যাক্টিং ওয়ার্কশপ সফলভাবে শেষ হয়েছে। যশোরের বিভিন্ন সংগঠনের তরুণ ও প্রবীণ নাট্যকর্মী মিলিয়ে ২০ জন এতে অংশ নেন।

ওয়ার্কশপে প্রশিক্ষক ছিলেন অরুন মজুমদার, আতিকুজ্জামান রনি, আসিফ খান ও শিপন চৌধুরী। তারা স্ট্যানিস্লাভস্কি প্রণীত মেথড অ্যাক্টিং-এর মৌলিক কৌশল ও প্রস্তুতি পদ্ধতি নিয়ে তাত্ত্বিক আলাপের পাশাপাশি ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন।

শেষ দিনে আয়োজিত ফাইনাল প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীরা ১ নামের একটি নাট্যাংশ পরিবেশন করেন, যা দর্শক ও অতিথিদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব দীপংকর দাস রতন, নাট্য ব্যক্তিত্ব সারোয়ার আলম খান দুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহামুদ হাসান বুলু, শিশুসাহিত্যিক ও সাংবাদিক রিমন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনর রশীদ, শিক্ষক জসিম উদ্দিন এবং অধ্যাপক শাহ্জাহান কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাড. চুন্নু সিদ্দিকী।

ওয়ার্কশপ থেকে তিনজন সেরা অভিনয়শিল্পীকে স্বারক প্রদান করা হয়—তাদের ধারাবাহিক অনুশীলন ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে, যাতে নতুন ও অভিজ্ঞ শিল্পীরা অভিনয় কৌশল ও নাট্যভাবনা আরও গভীরভাবে আত্মস্থ করতে পারেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর