Friday, December 5, 2025

সুদানে ভূমিধসে এক হাজার মানুষের মৃত্যু, জরুরি সহায়তা চাইল বিদ্রোহী গোষ্ঠী

পশ্চিম সুদানের দুর্গম মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর তারাসিন নামের একটি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামের প্রায় পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। প্রাণঘাতী এ দুর্ঘটনায় মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে তারা।

এসএলএম/এ আরও জানিয়েছে, পাহাড়ি ওই এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে দ্রুত জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর