Friday, December 5, 2025

কেশবপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবকের ওপর হামলা

রনি হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদাঁড়ি ইউনিয়নের মধু পল্লীর দক্ষিণে সঞ্জয়ের দোকানের সামনে প্রতিদিন একটি চক্র গাঁজা সেবনের আসর বসায়। এতে অতিষ্ঠ হয়ে শফিকুল ইসলাম প্রতিবাদ করলে আসাদ, রাসেল, লক্ষ্য, জয়, অলক, বিল্লাল ও নাঈম মিলে তার ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ি ছাত্রাবাসের পেছনে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক সরবরাহ করছে। এর ফলে এলাকায় গাঁজা সেবনকারীদের উৎপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর