Friday, December 5, 2025

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী

ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী সানায় এ হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া জানায়, ইসরায়েলি বাহিনী সানার একটি অ্যাপার্টমেন্টে বোমা বর্ষণ করে। সেখানে নিহত হন প্রধানমন্ত্রী রাহাভি। অপর একটি গণমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গী প্রাণ হারান।

ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলো জানায়, হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে প্রধানমন্ত্রীকে আলাদা করে টার্গেট করা হয়েছিল বলে ধারণা প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই সময় কর্মকর্তারা হুতি নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শুনছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ হামলা চালানো হয়। যদিও জায়গাটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত ছিল, তবুও ইসরায়েলি যুদ্ধবিমান সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম হয়। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করে। তখনকার প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলেও সানা থেকে হুতিদের হটানো সম্ভব হয়নি।

হুতিরা ইসরায়েলের গাজায় হামলার জবাবে নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছিল। এরই ধারাবাহিকতায় ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে হুতি সরকারের প্রধানমন্ত্রী রাহাভিকে হত্যা করল।

অনলাইন ডেস্ক/আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর