Saturday, December 6, 2025

যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতি মামলায় বহিষ্কৃত সহকারী আব্দুস সালাম আটক

যশোর শিক্ষা বোর্ডের বহুল আলোচিত চেক জালিয়াতি মামলার পলাতক আসামি ও বহিষ্কৃত হিসাব সহকারী আব্দুস সালামকে আটক করেছে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রাসেল। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হচ্ছে।

২০২১ সালের অডিটে বোর্ডের আয়-ব্যয়ের হিসাবে ২ কোটি ৫০ লাখ টাকার গরমিল ধরা পড়ে। অভিযোগ রয়েছে, সরকারি ভ্যাট পরিশোধের জন্য ইস্যু করা ৯টি চেক জাল করে টাকা তুলে নেওয়া হয়। পরে দুদক মামলায় তৎকালীন চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে এবং তদন্তে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে, যেখানে আব্দুস সালামের নাম কেন্দ্রীয় অভিযুক্ত হিসেবে উঠে আসে।

বোর্ড কর্তৃপক্ষ ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করে। এ ছাড়াও দুদক তার ও পরিবারের নামে প্রায় পৌনে এক কোটি টাকার অবৈধ সম্পদ শনাক্ত করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর