Saturday, December 6, 2025

যশোর এমএম কলেজে প্রফেসর আব্দুল কাদেরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

যশোর সরকারি এমএম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাদেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিভাগের সভাকক্ষ ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. খ. ম. রেজাউল করিম। বক্তব্য রাখেন ভূগোল বিভাগের প্রভাষক স্বরূপ কুমার দাস, সহকারী অধ্যাপক আব্দুল হাই মোল্লা, সহযোগী অধ্যাপক মহসিন হোসেন ও সহযোগী অধ্যাপক নীতিশ কুমার কর্মকার।

কোরআন তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন আরিফ এবং গীতা পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইতি ম-ল। এরপর প্রফেসর আব্দুল কাদেরের শৈশব থেকে শুরু করে শিক্ষকতা জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়; সঙ্গে হৃদয়স্পর্শী গান পরিবেশনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। পরে কলেজের বিভিন্ন বিভাগ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সবশেষে শিক্ষার্থীরা মানপত্র ও স্মারক উপহার দিয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মনির উল ইসলাম। সঞ্চালনা করেন পার্থ চ্যাটার্জি ও অমিষা বিশ্বাস। আয়োজকদের মতে, এই বিদায়ী সংবর্ধনা কেবল আনুষ্ঠানিকতা নয়; প্রফেসর আব্দুল কাদেরের শিক্ষাজীবন ও অবদান আগামী প্রজন্মের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর