Saturday, December 6, 2025

যবিপ্রবির চার অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক”—উপাচার্য

নবীন শিক্ষার্থীদের সঠিক বন্ধু নির্বাচনের আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, “ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক; যেমন অভিভাবক সন্তানের জীবনকে সহজ করে, তেমনি ভালো বন্ধুও জীবনের পথকে সহজ করে, আর খারাপ বন্ধু বিপথগামী করতে পারে।”

আজ সোমবার (২৫ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়; এরপর নবীনদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করা হয়। জীববিজ্ঞান ও প্রযুক্তি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য বিজ্ঞান এবং কলা ও সামাজিক বিজ্ঞান—এই চার অনুষদের ওরিয়েন্টেশন দুই পর্বে সম্পন্ন হয়।

উপাচার্য আরও বলেন, যবিপ্রবি টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে; এ অবস্থান সুদৃঢ় করতে সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। মানবিক গুণাবলি, শিষ্টাচার, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের চর্চায় তিনি শিক্ষার্থীদের ক্লাব–কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীন নিগার এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, প্রক্টর ও দপ্তরপ্রধানরা একাডেমিক ও প্রশাসনিক নানা দিক উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা তুলে ধরে ‘মসৃণ ক্যাম্পাস লাইফ’ নিশ্চিত করতে শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে যবিপ্রবির বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর