গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। সর্বশেষ তথ্যমতে, সেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জনে। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে খবরটি তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এ পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।
এছাড়া, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও দুইজন প্রাণ হারিয়েছেন, যাদের একজন শিশু। এতে খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, এর মধ্যে ১১২ জনই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে। উদ্ধারকাজে সরঞ্জামের অভাব এবং চলমান হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
তথ্য অনুযায়ী, ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে নতুন অভিযানে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষকেও টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
অনলাইন ডেস্ক/আর কে-০২







