Friday, December 5, 2025

ভারতীয় চোরাই মোবাইলকান্ডে ঝিকরগাছার দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

যশোরের ঝিকরগাছায় ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে থানার দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। বর্তমানে তাদের যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।

সূত্র জানায়, গত ১৫ আগস্ট শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে নাভারণ পুরাতন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকান থেকে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তবে স্থানীয় প্রভাবশালী নেতা লেন্টু হাজীর মধ্যস্থতায় মোটা অংকের টাকা ও দুটি মোবাইল নিয়ে পুলিশ সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার হওয়া ফোনগুলো ফিরিয়ে দেয়। সাংবাদিকরা এ বিষয়ে খোঁজ নিলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ঘটনাটি অস্বীকার করেছিলেন।

পরে গত রবিবার যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ পুনরায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে আরও ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতে সোপর্দ করলে সাইফুল মোবাইল চোরাচালান ও বিক্রির বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন।

এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয়দের বক্তব্য ও জিজ্ঞাসাবাদে এসআই রাজু ও এএসআই ওয়ালিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর