Saturday, December 6, 2025

যশোরের শার্শায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

গৃহবধূর অভিযোগে জানা যায়, একই গ্রামের বিজিবি ক্যাম্পের পাশের বাড়ির আতিয়ার রহমানের ছেলে মুবায়দুল রহমান (৩৫), দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলেও তার পরিবারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ৯ আগস্ট রাত ৩টার দিকে মুবায়দুল গৃহবধূর বাড়ির উঠানে ঢুকে ঘরের চালে ঢিল ছোড়ে। শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে, ওঁৎ পেতে থাকা মুবায়দুল তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মুখ চেপে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

গৃহবধূর চিৎকারে তার স্বামী, সন্তান ও প্রতিবেশীরা এগিয়ে এলে মুবায়দুল পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

শার্শা থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর