Friday, December 5, 2025

মোরেলগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসব কর্মসূচি পালন করেছে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ।উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ শাখা সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর