শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (১২ আগস্ট) তিনি সোলাদানা বাজার, সোলাদানা, হরিখালী, বয়ারঝাপা, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্দা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলপোতা দাখিল মাদ্রাসা, পাটকেলপোতা চর জামে মসজিদসহ আশপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।
এ সময় আবুল কালাম আজাদ বলেন, “পাইকগাছা-কয়রা উপজেলায় অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি আপনাদের নেতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের দুর্ভোগ লাঘব, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করাই আমার অঙ্গীকার। রাজনৈতিক সংঘাত নয়, একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব।”
তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের উন্নয়নকেই প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
গণসংযোগে জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. আলতাব হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম, সোলাদানা ইউনিয়ন সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি আজিবার রহমান, সাংবাদিক ফিরোজ আহমেদ, হাফেজ সোহাগ মোল্লা, মো. রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোলাদানা ইউনিয়ন সভাপতি কাজী আসাবুর রহমান, সভাপতি সিরাজুল শিকারি, ইউনিয়ন সভাপতি মো. মোস্তফা সরদার, মো. আব্দুল গনি, আব্দুল হান্নান শিকারি, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, হাফেজ তৌহিদুর রহমান গাজীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







