Friday, December 5, 2025

দক্ষিণ কোরিয়ার কাছে বড় হারে চূড়ান্ত পর্বের অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী দল

ড্র করলেই প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। কিন্তু ভিয়েনতিয়েনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৬–১ গোলের বড় পরাজয়ে সেই স্বপ্ন আপাতত স্থগিত হয়ে গেছে।

তিন ম্যাচে তিন জয় নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে চূড়ান্ত পর্বে উঠেছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে রানার্সআপ হয়েও বাংলাদেশের মেয়েদের আশা শেষ হয়নি। সেরা তিন রানার্সআপ দলের একটি হিসেবে মূল আসরে যাওয়ার সুযোগ এখনও রয়েছে পিটার বাটলারের দলের সামনে। এর জন্য ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া–চায়নিজ তাইপে, ‘ই’ গ্রুপে চীন–লেবানন এবং ‘জি’ গ্রুপে উজবেকিস্তান–জর্ডান ম্যাচের ফল নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য।

লেবানন চীনের কাছে হারলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তরণ। অথবা অস্ট্রেলিয়া যদি চায়নিজ তাইপেকে দুই বা ততোধিক গোলে হারায়, তাহলেও মূল মঞ্চে দেখা যাবে বাংলাদেশের মেয়েদের।

ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে শান্তি মার্ডির ক্রসে গোল করেন তৃষ্ণা রানী। তবে ২০ মিনিটেই লি হিউনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।

কিন্তু বিরতির পর হাল হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৮তম মিনিটে এগিয়ে যায় কোরিয়া, এরপর ৬০ মিনিটে অধিনায়ক চু হেই ইয়ং স্কোর ৩–১ করেন। শেষ ১০ মিনিটে আরও তিন গোল হজম করে মেয়েরা—৮৬ মিনিটে পেনাল্টি থেকে হেই ইয়ংয়ের দ্বিতীয় গোল, ৯০ মিনিটে লি হিউনের দ্বিতীয় এবং যোগ করা সময়ে জিন হেরিনের গোল ম্যাচের শেষ শব্দ লিখে দেয়।

৩৩ দল নিয়ে আট গ্রুপে চলা এই বাছাইপর্ব থেকে প্রতি গ্রুপের সেরা দল ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে অংশ নেবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর