Saturday, December 6, 2025

আবু সাঈদ হত্যা মামলা: অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার এবং ২৪ জন পলাতক। গ্রেপ্তার আসামিরা হলেন: এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অভিযোগ গঠনের সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই অভিযোগ গঠনের আদেশের জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত চারজন আইনজীবী শুনানি করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন।

গত ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয়। এর আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। মামলায় সাবেক ভিসি, পুলিশ কমিশনারসহ মোট ৩০ জনকে আসামি করা হয়।

আদালতের নির্দেশে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছয় গ্রেপ্তার আসামির মধ্যে দুজন এখনও আইনজীবী নিয়োগ দেননি, যাদের বিষয়ে ট্রাইব্যুনাল ব্যাখ্যা চেয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর