সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে ৪৪-৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে।
অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এছাড়া বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
অনলাইন ডেস্ক/আর কে-০১







