নারী কোপা আমেরিকায় দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান আসরে গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের টিকিট।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো, যা নিশ্চিত করে দলের জয়।
চলতি আসরে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে।
গ্রুপপর্ব শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে শেষ চারে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে। স্বাগতিক ইকুয়েডর ও পেরু ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
এখন আর্জেন্টিনার চোখ সেমিফাইনালের দিকে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ব্রাজিল (৯ পয়েন্ট) ও কলম্বিয়ার (৭ পয়েন্ট) মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার (৪ পয়েন্ট) সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ গোল ব্যবধানে তারা পিছিয়ে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







