Saturday, December 6, 2025

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রিসভার ৩৯ সদস্য ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক সাতটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার ৩৯ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ জুলাই) কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেয়া হয়।

এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাগুলোর শুনানি শুরু হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ৪৫ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। ওইদিনই মানবতাবিরোধী অপরাধের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আমির হোসেন আমু, ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, তৌফিক-ই ইলাহী চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমসহ একাধিক আমলা ও পুলিশ কর্মকর্তা।

গত বছরের ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, হত্যা ও দমন-পীড়নের পরিকল্পনায় তারা জড়িত ছিলেন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। পরে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ওই সময়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর