Friday, December 5, 2025

সাতক্ষীরায় ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি যোবায়ের, সেক্রেটারি নাজমুল

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে যোবায়ের হোসেন এবং সেক্রেটারি হিসেবে নাজমুল হোসেন মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা জামায়াত অফিসের অডিটোরিয়াম ‘কাজী শামসুর রহমান মিলনায়তনে’ শিবিরের ষান্মাসিক পরবর্তী সেটআপ (কমিটি গঠন) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হাসান নয়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।
নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন প্রধান অতিথি নোমান হাসান নয়ন। এতে সভাপতির দায়িত্ব পান সাবেক সেক্রেটারি যোবায়ের হোসেন এবং সেক্রেটারির দায়িত্ব পান সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হোসেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
আর কে-০৪
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর