তুমি কি আজ বৃষ্টি দেখেছো ?
আমি দেখেছি…
জানালার কাঁচ বেয়ে নামছিলো জল,
আর আমার ভেতরেও টুপটাপ কষ্ট ঝরছিল।
তুমিই তো বলতে,
“বৃষ্টি মানেই আমাদের গল্প…”
তবে আজ কেন নেই তুমি?
বৃষ্টির শব্দেও নেই তোমার হাসির প্রতিধ্বনি।
আমি হাত বাড়ালাম,
চেয়েছিলাম —
হয়তো ভেজা বাতাসে
তোমার ছোঁয়াটুকু ধরা পড়বে।
তুমি কি এখন কারো পাশে বসে
এই বৃষ্টিকে অন্যরকম মনে করো?
না কি আমাকেই একদিনের বৃষ্টির মতো
ভিজিয়ে রেখে ভুলে গেছো?
তোমার শহরে আজ বৃষ্টি হয়নি কি?
নাকি মনেই হয়নি আমাকে মনে করার কথা?
এই বৃষ্টিভেজা দিনগুলো তোমায় ভালোবাসতো,
আর তুমি… আমাকে?







