Friday, December 5, 2025

লাখো প্রাণের উচ্ছ্বাসে সমাপ্ত হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মধুমেলা

যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীতে লাখো মানুষের অংশগ্রহণে শেষ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব মধুমেলা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন মধুমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে মধুমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।

মেলার শেষ দিনে বিপুলসংখ্যক মানুষের পদচারণায় মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ী গ্রামে অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী আয়োজিত এ উৎসবে মেলার মাঠ, জমিদারবাড়ির আম্রকানন, কবির স্মৃতিবিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্লী এলাকার বিভিন্ন স্থানে সমাগম ঘটে লাখো মধুভক্তের। মেলায় সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে নানা আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা।

মধুমেলার এই বিশাল আয়োজন শুধুমাত্র একটি মেলা নয়, বরং এটি মহাকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলার সাহিত্য-সংস্কৃতিকে সমুন্নত রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর