চেনা মুখ, অচেনা ব্যথা,
হাসির আড়ালে চাপা থাকে কথা।
চোখে জলের গল্প লেখা,
তবুও মুখে হাসি শেখা।
বাইরে সাদা, ভেতরে ধূসর,
স্বার্থে আঁকা হৃদয়চিত্র।
বন্ধু বলে পিঠে হাত রাখে,
পেছনে ছুরি বাঁচিয়ে রাখে।
যার মুখে থাকে মিষ্টি বুলি,
তারই অন্তর বিষে ভরা কুলি।
ভালোবাসার নামে খেলে খেলা,
মায়ার বাঁধনে ফাঁদে ফেলা।
সবাই বলে—“এই তো সে, ভদ্রজন!”
কেউ বোঝে না মুখোশের পেছনের মন।
মানুষ দেখেছি হাজার হাজার,
কিন্তু মানুষ খুঁজে—হয়েছি পরাজিত বারবার।







