Sunday, September 28, 2025

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে সাফ অভিযানে দুর্দান্ত বাংলাদেশ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

নারী ফুটবলে স্বপ্নের মতো সময় পার করছে বাংলাদেশ। সিনিয়র থেকে বয়সভিত্তিক—সব পর্যায়েই একের পর এক সাফল্য আসছে বাংলার বাঘিনীদের হাতে।

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আফঈদা খন্দকারের দল। হ্যাটট্রিক করেছেন সাগরিকা।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে মুনকি আক্তার বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর একাধিক সুযোগ মিস করলেও ৩৭তম মিনিটে সাগরিকার গোলে আসে তৃতীয় সাফল্য। প্রথমার্ধে আরও একটি গোল হলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর যেন গোলবন্যা বয়ে আনে বাংলাদেশ। ৪৮ মিনিটে মুনকির দ্বিতীয় গোল, ৫০ মিনিটে শিখার পা থেকে আসে পঞ্চম গোল। এরপর সাগরিকা তার হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৮তম মিনিটে। রুপা আক্তার ও শান্তি মার্দির গোল মিলিয়ে বাংলাদেশের গোল দাঁড়ায় ৯টি। শেষ মুহূর্তে জেসোথারানের একমাত্র গোলে সান্ত্বনা পায় শ্রীলঙ্কা।

গোটা ম্যাচে এমন একপাক্ষিক ছিল খেলা যে ধারাভাষ্যকারদের ভাষ্যে উঠে আসে মজার একটি মন্তব্য, বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানীর মন খারাপ হতে পারে, কারণ তাকে ক্যামেরায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না!

১৩ জুলাই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর