বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ১ জুলাই থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সতর্ক করে জানিয়েছে, কেউ অর্থ লেনদেনে জড়িত থাকলে তার নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলেও প্রার্থীকে অযোগ্য বিবেচনা করা হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.police.gov.bd








