সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় দুই শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তাসকিন আহমেদ চিশতি বলেন, “অতিরিক্ত বৃষ্টির ফলে সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্বাভাবিক চলাচল দুরূহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের নির্দেশে আমরা পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।”
তিনি আরও বলেন, “পানিবন্দি মানুষের দুর্ভোগের চিত্র দেখেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ভূমিকা রাখছে না। জলাবদ্ধতা নিরসনে এখনই প্রাণসার খাল খনন ও শহরের বাইপাস সড়কে কালভার্ট নির্মাণসহ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিতে হবে। এসব ব্যবস্থা থাকলে আজ শহরের প্রায় ৫০ হাজার মানুষ এ দুর্ভোগের শিকার হতো না।”
চিশতি অভিযোগ করে বলেন, “জলাবদ্ধতার কারণে অনেকেই চর্মরোগ ও ইনফেকশনে ভুগছেন। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসাসেবা বা ওষুধ দেওয়া হয়নি। আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও উপদেষ্টাদের প্রতি অনুরোধ জানাই, দ্রুত সাতক্ষীরার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করুন।”
স্থানীয়দের মতে, এই খাদ্য সহায়তা কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হয়েছে। তবে টেকসই সমাধানের জন্য দ্রুত অবকাঠামোগত পদক্ষেপই এখন সময়ের দাবি।







