Thursday, July 17, 2025

চৌগাছায় স্কুলে চুরির ঘটনায় আটক ২

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১২টি সিলিং ফ্যান ও একটি স্কুলের ঘণ্টা।

শুক্রবার (৪ জুলাই) রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। প্রথমে আটক করা হয় বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সাজেদুর রহমান রকিকে (৩০)। তিনি পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে। এরপর প্রেসক্লাব মোড় এলাকা থেকে আটক করা হয় নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮)।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি ছুটির সময়ে বিদ্যালয়টিতে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে দেখতে পান সিলিং ফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র নেই। পরে গুনে দেখা যায়, অন্তত ২৫টি সিলিং ফ্যান, ২৩ জোড়া বেঞ্চ এবং অন্যান্য মূল্যবান আসবাবপত্র চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর